বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
যানজটের ভয়াবহতা থেকে মুক্তি কীভাবে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে চাপ কমবে

আদিল মোহাম্মদ খান

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে চাপ কমবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেছেন, রমজান মাসে কর্মঘণ্টা কম থাকায় সারা দিনই সড়কে মানুষের চাপ থাকে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, রমজানে ইফতার পার্টি থাকায় ব্যক্তিগত গাড়ি চলাচল বেশি। এ ছাড়া অবৈধ পার্কিং এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় রাস্তা বন্ধ রেখে যত্রতত্র কাটার কারণে যানজট তৈরি হয়। তবে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ বা বন্ধ রাখতে পারলে যানজট অনেকটা কমে আসত বলে মনে করেন এই নগর বিশেষজ্ঞ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। আদিল মোহাম্মদ খান বলেন, বছরজুড়ে রাজধানীর কোথাও না কোথাও সড়ক কাটাকাটি হচ্ছেই। বর্ষা, শীত কোনো মৌসুমেই সড়ক কাটাকাটি বন্ধ থাকছে না। এগুলো যানজটের অন্যতম কারণ। সরকারের উচিত অন্ততপক্ষে রমজান মাসে রাস্তা কাটাকাটি বন্ধ রাখা।

সর্বশেষ খবর