মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খাগড়াছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে চাঁদাবাজি করতে এসে গণপিটুনিতে আহত হ্লাচিংমং মারমা (২৮) মারা গেছেন। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে ইউপিডিএফের কর্মী বলে দাবি করে তার হত্যার বিচার দাবি করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে সশস্ত্র কয়েকজন চাঁদাবাজ। এ সময় এলাকার লোকজন ওই চাঁদাবাজদের ধাওয়া দেয়। এতে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা (২৮) গণপিটুনিতে আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আহত হ্লাচিংমং মারমা(২৮) পিতা-থৈইলাপ্রু মারমা, সাং-বৈদ্যপাড়া, রামগড়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। পরে আহতকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে রবিবার রাতেই মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল তার লাশ ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর