মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় খানসামারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া হারাগাছ নজিরদহ নয়াটারী এলাকার আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার বিকালে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য যান। বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাকের নেতা-কর্মীরা পৃথক পৃথক স্লোগান দিতে থাকে। এ সময় বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাতে আবারও খানসামারহাটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা চেয়ারম্যান গ্রুপের কর্মী সোনা মিয়া নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মায়া বলেন, আওয়ামী লীগের কোনো গ্রুপিং নেই। এটি সন্ত্রাসীদের কর্মকাণ্ড হতে পারে।

এ বিষয়ে কথা বলতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ খবর