শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিরা পাবেন পাসপোর্ট?

কূটনৈতিক প্রতিবেদক

গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এথেন্সে থাকা বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রিসে অবৈধ পাসপোর্টবিহীন প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে দূতাবাসের এ আশ্বাসে প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব গ্রিসপ্রবাসী বাংলাদেশি ইতঃপূর্বে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করেননি, হাতে লেখা পাসপোর্ট করলেও হারিয়ে ফেলেছেন    বা কখনো পাসপোর্টের অনুলিপি/জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ) এমআরপি পাসপোর্টের আবেদন ফরম পূরণ করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে। এ সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে বিধায় সংশ্লিষ্ট সবাইকে যথাসম্ভব দ্রুত নতুন পাসপোর্টের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর