মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

হেফাজতের অর্ধশতাধিক নেতা দলীয় ব্যানারে নির্বাচনী মাঠে

সমর্থন দেওয়া হবে না হেফাজত থেকে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা। তারা কওমি মতাদর্শী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনযুদ্ধে নামতে যাচ্ছেন। যদিও হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলামের ব্যানারে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হবে না। দলীয় ব্যানারে কেউ নির্বাচন করতে চাইলে বাধাও দেওয়া হবে না। হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘হেফাজতে ইসলাম হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই হেফাজতে ইসলামের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কোনো আগ্রহ নেই। জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলামের ব্যানারে কেউ নির্বাচন করবে না। হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে কেউ যদি নির্বাচন করে থাকেন, তা হবে একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে হেফাজতের কোনো যোগ নেই।’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘দলীয় ব্যানারে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করব। এরই মধ্যে বিভিন্ন আসনের জন্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরির কাজ চলছে।’ জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি চলছে হেফাজতে ইসলামের অর্ধশতাধিক সাবেক ও বর্তমান নেতার। তারা কওমি মতাদর্শী ইসলামিক রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজাম ইসলাম পার্টি অন্যতম। নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করা হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে চট্টগ্রাম-৬ কিংবা পুরান ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। চট্টগ্রাম-৫ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব ও হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, খেলাফত আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও হেফাজতে ইসলাম নেতা মুফতি শেহাব উদ্দিন। ঢাকা-২ আসন থেকে খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা শাহ আতাউল্লাহ। ঢাকা-৩ থেকে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজতের ঢাকা মহানগর সদস্য মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী। ঢাকা-৭ আসন থেকে খেলাফত আন্দোলনের মহাসচিব ও হেফাজতে ইসলাম নেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। যশোর থেকে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আনোয়ারুল করিম যশোরী। সিলেট-৫ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও হেফাজত নেতা মাওলানা রেজাউল করিম জালালী। শরীয়তপুর-১ থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতের সাবেক সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। কিশোরগঞ্জ-৬ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমীন। হবিগঞ্জ-৪ থেকে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের সাবেক নায়েবে আমির ড. আহমদ আবদুল কাদের। ব্রাহ্মণবাড়িয়া-১ থেকে হেফাজতের বর্তমান মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের সাবেক সহ-সভাপতি মাওলানা সাজেদুর রহমান এবং খেলাফত আন্দোলন ও হেফাজত নেতা মাওলানা শরিফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে ঢাকা মহানগর হেফাজতের সাবেক সেক্রেটারি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। একই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা মহানগর হেফাজতের সাবেক সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের সাবেক সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা ও হেফাজত নেতা মওলানা মেহেদী হাসান। কুমিল্লা-১ থেকে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আলতাফ হোসেন এবং খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও হেফাজতের ঢাকা মহানগর নেতা মুফতি সুলতান মহিউদ্দিন। গাজীপুর-১ থেকে ইসলামী ঐক্যজোটের যুগ্ম সম্পাদক ও হেফাজতের গাজীপুরের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান। একই আসন থেকে গাজীপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দিন খান। মুন্সীগঞ্জ-১ থেকে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর। নীলফামারী-১ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতের সাবেক ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হেফাজতের বর্তমান কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। গাজীপুরের যে কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। মাওলানা উবায়দুর রহমান মাহবুব বরিশালের যে কোনো একটি আসন থেকে এবং মাওলানা আবদুল হক ময়মনসিংহের যে কোনো একটি আসন থেকে নির্বাচনে লড়বেন। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও সেক্রেটারি মুফতি কেফায়েতুল্লাহ আজহারী ঢাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

হাটহাজারীর সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহীদের একজন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস। তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ব্যানারে নির্বাচন করেছি। এবারও দল মনোনয়ন দিলে নির্বাচন করব। তা হবে দলীয় ব্যানারে। এটার সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই।’

সর্বশেষ খবর