ঢাকার আশুলিয়া থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার স্বামী মো. মৃদুল (১৯) এবং সকালে আশুলিয়ার জামগড়ার একটি বাড়ি থেকে রিপা আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয়। মৃদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুণিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুরের বিরামপুর উপজেলার আরদি গ্রামের আবদুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তবে রিপা আক্তারের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃদুল ও মুন্নী দুজনই শিক্ষার্থী। কিছুদিন আগে তারা ভালোবেসে বিয়ে করেন। রবিবার স্মৃতিসৌধে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই দম্পতি। বিকাল ৪টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে লুটিয়ে পড়েন। এ সময় তারা বিষপান করেছেন বলে স্বজনদের জানান। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃদুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তিনিও মারা যান। তবে তারা কী কারণে বিষপান করেছেন জানতে পারেনি পুলিশ। অন্যদিকে সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টের উত্তর পাশে মানিক ভিলার একটি কক্ষ থেকে রিপা আক্তারের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাসাটিতে রিপার প্রেমিক ও প্রেমিকের বড় ভাই থাকতেন বলে জানায় পুলিশ। কী কারণে রিপা সে বাসায় গিয়ে বিষপান করেন তা জানার জন্য পুলিশ দুজনকে আটক করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
শিরোনাম
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় স্বামী স্ত্রীসহ তিন লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর