ঢাকার আশুলিয়া থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার স্বামী মো. মৃদুল (১৯) এবং সকালে আশুলিয়ার জামগড়ার একটি বাড়ি থেকে রিপা আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয়। মৃদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুণিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুরের বিরামপুর উপজেলার আরদি গ্রামের আবদুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তবে রিপা আক্তারের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃদুল ও মুন্নী দুজনই শিক্ষার্থী। কিছুদিন আগে তারা ভালোবেসে বিয়ে করেন। রবিবার স্মৃতিসৌধে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই দম্পতি। বিকাল ৪টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে লুটিয়ে পড়েন। এ সময় তারা বিষপান করেছেন বলে স্বজনদের জানান। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃদুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তিনিও মারা যান। তবে তারা কী কারণে বিষপান করেছেন জানতে পারেনি পুলিশ। অন্যদিকে সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টের উত্তর পাশে মানিক ভিলার একটি কক্ষ থেকে রিপা আক্তারের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাসাটিতে রিপার প্রেমিক ও প্রেমিকের বড় ভাই থাকতেন বলে জানায় পুলিশ। কী কারণে রিপা সে বাসায় গিয়ে বিষপান করেন তা জানার জন্য পুলিশ দুজনকে আটক করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
শিরোনাম
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
আশুলিয়ায় স্বামী স্ত্রীসহ তিন লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর