ঢাকার আশুলিয়া থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার স্বামী মো. মৃদুল (১৯) এবং সকালে আশুলিয়ার জামগড়ার একটি বাড়ি থেকে রিপা আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয়। মৃদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুণিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুরের বিরামপুর উপজেলার আরদি গ্রামের আবদুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তবে রিপা আক্তারের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃদুল ও মুন্নী দুজনই শিক্ষার্থী। কিছুদিন আগে তারা ভালোবেসে বিয়ে করেন। রবিবার স্মৃতিসৌধে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই দম্পতি। বিকাল ৪টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে লুটিয়ে পড়েন। এ সময় তারা বিষপান করেছেন বলে স্বজনদের জানান। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃদুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তিনিও মারা যান। তবে তারা কী কারণে বিষপান করেছেন জানতে পারেনি পুলিশ। অন্যদিকে সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টের উত্তর পাশে মানিক ভিলার একটি কক্ষ থেকে রিপা আক্তারের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাসাটিতে রিপার প্রেমিক ও প্রেমিকের বড় ভাই থাকতেন বলে জানায় পুলিশ। কী কারণে রিপা সে বাসায় গিয়ে বিষপান করেন তা জানার জন্য পুলিশ দুজনকে আটক করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
শিরোনাম
- বাগেরহাটে একদিনে যুবদল নেতাসহ ৩ খুন
- যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪১
- ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা গুগলের
- দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার হয়, আমাদের নয় : ধর্ম উপদেষ্টা
- ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর
- কোন পদ্ধতিতে ভোট হবে সিদ্ধান্ত নেবে জনগণ : ডা. জাহিদ
- বুধবার থেকে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে কারাগারে
- হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের
- বাগেরহাটে পৃথক ঘটনায় একদিনেই যুবদল নেতাসহ নিহত ৩
- নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন
- ক্লাস বর্জন করে টুঙ্গিপাড়ায় কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
- অ্যানথ্রাক্স রোধে গঙ্গাচড়ায় ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা
- ‘কেউ ভাবেনি এটা সম্ভব’-গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে : জাতিসংঘ
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন
- ধূমপান ছাড়তে বলায় এরদোয়ানকে যে জবাব দিলেন মেলোনি
- ট্রাম্পের শান্তিচুক্তির আহ্বান প্রত্যাখ্যান ইরানের
- ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল
আশুলিয়ায় স্বামী স্ত্রীসহ তিন লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর