ঢাকার আশুলিয়া থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মারুফা আক্তার মুন্নী (১৮), রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার স্বামী মো. মৃদুল (১৯) এবং সকালে আশুলিয়ার জামগড়ার একটি বাড়ি থেকে রিপা আক্তারের (১৯) লাশ উদ্ধার করা হয়। মৃদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুণিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুরের বিরামপুর উপজেলার আরদি গ্রামের আবদুল মান্নানের মেয়ে। তারা আশুলিয়ার ধলপুরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তবে রিপা আক্তারের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃদুল ও মুন্নী দুজনই শিক্ষার্থী। কিছুদিন আগে তারা ভালোবেসে বিয়ে করেন। রবিবার স্মৃতিসৌধে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই দম্পতি। বিকাল ৪টার দিকে দুজনই বাড়ির দরজার সামনে এসে লুটিয়ে পড়েন। এ সময় তারা বিষপান করেছেন বলে স্বজনদের জানান। পরে দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃদুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তিনিও মারা যান। তবে তারা কী কারণে বিষপান করেছেন জানতে পারেনি পুলিশ। অন্যদিকে সকালে জামগড়ার হিয়ন গার্মেন্টের উত্তর পাশে মানিক ভিলার একটি কক্ষ থেকে রিপা আক্তারের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাসাটিতে রিপার প্রেমিক ও প্রেমিকের বড় ভাই থাকতেন বলে জানায় পুলিশ। কী কারণে রিপা সে বাসায় গিয়ে বিষপান করেন তা জানার জন্য পুলিশ দুজনকে আটক করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আশুলিয়ায় স্বামী স্ত্রীসহ তিন লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর