আগের সব রেকর্ড ভেঙে উষ্ণতম বছরের স্বীকৃতি পেয়েছে ২০২৩ সাল। সর্বাধিক কার্বন নিঃসরণের রেকর্ডও হয়েছে এই বছরে। মানবজাতির ইতিহাসে এর চেয়ে গরম আর কোনো বছর পড়েনি। এর মধ্যে গত অক্টোবর ছিল ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম অক্টোবর মাস। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস) এ তথ্য জানিয়েছে। ১৮৫০ সাল থেকে বিশ্বে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। এর আগে উষ্ণতম বছরের স্বীকৃতি পেয়েছিল ২০১৬ সাল। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। থ্রিসিএস জানিয়েছে, চলতি বছর পর পর ছয় মাস তাপমাত্রার রেকর্ড ভাঙার পর ডিসেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়েনি। শুধু ডিসেম্বর মাসে পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউরোপের প্রতিষ্ঠানটি। এর আগে মার্কিন জলবায়ু এজেন্সিও ২০২৩ সালে উষ্ণতার আগের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিয়েছিল। এমন পরিস্থিতি সামনে রেখে দুবাইয়ে চলছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। মঙ্গলবার সম্মেলনে ‘গ্লোবাল কার্বন বাজেট’-এর বাৎসরিক রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জীবাশ্ম জ্বালানির কারণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বেড়েই চলেছে, যা ২০২৩ সালে ৩ হাজার ৬৮০ কোটি টন ছুঁয়ে যাবে। ফলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কার্বন নির্গমন বৃদ্ধির মাত্রা দাঁড়াবে ১ দশমিক ১ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ। আর কার্বন নির্গমনের কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধিতে তলিয়ে যেতে পারে বাংলাদেশের বড় এলাকা। সাগরের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষির সর্বনাশ ডেকে আনতে পারে। থ্রিসিএস-এর প্রধান কার্লো বুয়নটেম্পো বলেছেন, যত দিন গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়বে, তত দিন চলতি বছরের তুলনায় ভিন্ন ফল প্রত্যাশার কোনো অবকাশ নেই। তাপমাত্রা বেড়েই চলবে, সেইসঙ্গে তাপপ্রবাহ এবং খরাও বাড়বে।
শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
উষ্ণতায় রেকর্ড গড়ল ২০২৩ সাল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর