আগের সব রেকর্ড ভেঙে উষ্ণতম বছরের স্বীকৃতি পেয়েছে ২০২৩ সাল। সর্বাধিক কার্বন নিঃসরণের রেকর্ডও হয়েছে এই বছরে। মানবজাতির ইতিহাসে এর চেয়ে গরম আর কোনো বছর পড়েনি। এর মধ্যে গত অক্টোবর ছিল ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম অক্টোবর মাস। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস) এ তথ্য জানিয়েছে। ১৮৫০ সাল থেকে বিশ্বে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। এর আগে উষ্ণতম বছরের স্বীকৃতি পেয়েছিল ২০১৬ সাল। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। থ্রিসিএস জানিয়েছে, চলতি বছর পর পর ছয় মাস তাপমাত্রার রেকর্ড ভাঙার পর ডিসেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়েনি। শুধু ডিসেম্বর মাসে পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউরোপের প্রতিষ্ঠানটি। এর আগে মার্কিন জলবায়ু এজেন্সিও ২০২৩ সালে উষ্ণতার আগের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিয়েছিল। এমন পরিস্থিতি সামনে রেখে দুবাইয়ে চলছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। মঙ্গলবার সম্মেলনে ‘গ্লোবাল কার্বন বাজেট’-এর বাৎসরিক রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জীবাশ্ম জ্বালানির কারণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বেড়েই চলেছে, যা ২০২৩ সালে ৩ হাজার ৬৮০ কোটি টন ছুঁয়ে যাবে। ফলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কার্বন নির্গমন বৃদ্ধির মাত্রা দাঁড়াবে ১ দশমিক ১ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ। আর কার্বন নির্গমনের কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধিতে তলিয়ে যেতে পারে বাংলাদেশের বড় এলাকা। সাগরের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষির সর্বনাশ ডেকে আনতে পারে। থ্রিসিএস-এর প্রধান কার্লো বুয়নটেম্পো বলেছেন, যত দিন গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়বে, তত দিন চলতি বছরের তুলনায় ভিন্ন ফল প্রত্যাশার কোনো অবকাশ নেই। তাপমাত্রা বেড়েই চলবে, সেইসঙ্গে তাপপ্রবাহ এবং খরাও বাড়বে।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে