সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
গৃহকর্মীর মৃত্যু

বনশ্রীতে চার গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে আসমা বেগম (৪২) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে বাড়ির গ্যারেজে থাকা তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে এলাকাবাসী। আগুনে ষষ্ঠ তলা ওই বাড়ির নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আসমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল এসব তথ্য জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

তিনি বলেন, বনশ্রী ডি-ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাড়িতে গৃহকর্মী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাড়িটির সামনে জড়ো হয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা গ্যারেজে রাখা তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। জানা গেছে, আসমা বেগম মিরপুরের মধ্য মণিপুরের বাসিন্দা কানিজ ফাতেমার বাসায় দুই মাস ধরে কাজ করত। কানিজ ফাতেমা শুক্রবার তাকে নিয়ে বনশ্রী বাবা দেলোয়ার হোসেনের বাড়ি বেড়াতে আসেন। গতকাল সকালে ষষ্ঠ তলা ওই বাড়ির ওপর থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে মারা যায় আসমা। এ ঘটনায় স্থানীয় লোকজন ভবনটিতে আগুন দেয়। আগুনে গ্যারেজে থাকা তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আসমার বাবার নাম মনু মিয়া। তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার কোকরাই গ্রামে। রামপুরা থানার এসআই তওফিকা ইয়াসমিন বলেন, কানিজ ফাতেমা জানিয়েছেন, ভোরে আসমা আমার গেট নক করে কাপড় কাঁচার কথা বলে। আমি বলেছি, এখন কাপড় ধোয়া লাগবে না। পরে খবর পাই, সে ছাদের ওপর থেকে নিচে পড়ে গেছে। আমেনা বেগমের ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত কারণ। বনশ্রী সোসাইটির সম্পাদক (নিরাপত্তা) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে তিনি বাড়িটিতে যান। বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিহত আসমা বেগম তার মেয়ের বাসার গৃহকর্মী। দেলোয়ার দাবি করেছেন, তার মেয়ের পরিবার গাজীপুরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তারা বনশ্রীতে আসেন। ভোরে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন আসমা ছাদে গিয়ে সেখান থেকে পড়ে থাকতে পারে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ যায়। সেখানে বিশৃঙ্খলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা না হত্যা, তা আমরা নিশ্চিত নই। তদন্ত হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সর্বশেষ খবর