শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লাল পাহাড়ে বিপুল অস্ত্রসহ তিন আরসা সদস্য আটক

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

লাল পাহাড়ে বিপুল অস্ত্রসহ তিন আরসা সদস্য আটক

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২০-এর দক্ষিণের লাল পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। এ সময় ২২টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৬০টি গুলির তাজা বুলেট, চারটি মাইন বোম, ছয়টি মোবাইল, ছয়টি শটগানের কার্তুজ, সাতটি খালি খোসা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন আরসা সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আরসা কমান্ডার উসমান, ইমান হোসেন এবং নেচার। তারা সবাই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা। গতকাল দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণের লাল পাহাড়ে আরসা বাহিনীর আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাইন বোম নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আমাদের সদস্যরা সকাল থেকে কৌশলে শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তিন আরসা সদস্যকে আটকসহ অস্ত্র, গুলি, মাইন বোম উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পাশাপাশি অন্য সদস্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর