সিরাজগঞ্জে ইকোনমিক জোনে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে পড়ে তার নিচে চাপা পড়ে জুবায়ের হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শ্রমিক। গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড়শিমুল পঞ্চসোনা এলাকায় বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জুবায়ের হোসেন পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মণ্ডলের ছেলে। সংবাদ পেয়ে ফায়ার ফার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুরের দিকে লাশ উদ্ধার করে। আহত শ্রমিক শ্রমিক সবুজ হোসেন জানান, গার্ডারের উপরে ভেকু মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ করে পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় আমিসহ তিনজন গার্ডারের নিচে পড়ে যাই। দ্রুত স্থানীয়রা আমাকেসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু জুবায়ের হোসেন গার্ডারের নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুস মোন্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গার্ডারের পাশ থেকে মাটি সরিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গার্ডারের মাটি সরাতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লাশটি উদ্ধার করেছেন। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিব জানান, পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক গার্ডারের ওপর থেকে লাফ দেয়। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একজন চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, যমুনা নদীর ক্যানেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সম্পূর্ণ বালির ওপর সেতুটি তৈরি এবং বিশাল ইকুইপমেন্টের ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়েছে।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু