সিরাজগঞ্জে ইকোনমিক জোনে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে পড়ে তার নিচে চাপা পড়ে জুবায়ের হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শ্রমিক। গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড়শিমুল পঞ্চসোনা এলাকায় বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জুবায়ের হোসেন পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মণ্ডলের ছেলে। সংবাদ পেয়ে ফায়ার ফার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুরের দিকে লাশ উদ্ধার করে। আহত শ্রমিক শ্রমিক সবুজ হোসেন জানান, গার্ডারের উপরে ভেকু মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ করে পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় আমিসহ তিনজন গার্ডারের নিচে পড়ে যাই। দ্রুত স্থানীয়রা আমাকেসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু জুবায়ের হোসেন গার্ডারের নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুস মোন্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গার্ডারের পাশ থেকে মাটি সরিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গার্ডারের মাটি সরাতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লাশটি উদ্ধার করেছেন। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিব জানান, পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক গার্ডারের ওপর থেকে লাফ দেয়। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একজন চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, যমুনা নদীর ক্যানেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সম্পূর্ণ বালির ওপর সেতুটি তৈরি এবং বিশাল ইকুইপমেন্টের ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়েছে।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
ভেঙে পড়ল সেতুর গার্ডার
শ্রমিক নিহত, দুজন আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর