সিরাজগঞ্জে ইকোনমিক জোনে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে পড়ে তার নিচে চাপা পড়ে জুবায়ের হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শ্রমিক। গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড়শিমুল পঞ্চসোনা এলাকায় বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জুবায়ের হোসেন পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মণ্ডলের ছেলে। সংবাদ পেয়ে ফায়ার ফার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার পর দুপুরের দিকে লাশ উদ্ধার করে। আহত শ্রমিক শ্রমিক সবুজ হোসেন জানান, গার্ডারের উপরে ভেকু মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ করে পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় আমিসহ তিনজন গার্ডারের নিচে পড়ে যাই। দ্রুত স্থানীয়রা আমাকেসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু জুবায়ের হোসেন গার্ডারের নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুস মোন্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গার্ডারের পাশ থেকে মাটি সরিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গার্ডারের মাটি সরাতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লাশটি উদ্ধার করেছেন। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিব জানান, পরপর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক গার্ডারের ওপর থেকে লাফ দেয়। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একজন চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, যমুনা নদীর ক্যানেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সম্পূর্ণ বালির ওপর সেতুটি তৈরি এবং বিশাল ইকুইপমেন্টের ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়েছে।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
ভেঙে পড়ল সেতুর গার্ডার
শ্রমিক নিহত, দুজন আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর