সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহির্বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব দেশে গণতন্ত্র বিপথগামী হয়ে স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে, সেসব দেশের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনসহ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী। এত দিন যার মূল্যায়ন বাংলাদেশে হয়নি, কিন্তু সারা বিশ্বে হয়েছে। তিনি আজ দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তবে এর প্রেক্ষাপটটা অনেক তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত এক মাস ধরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এর নজির বিরল। তিনি বলেন, একটা সরকার যখন ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে যায় তখন দুর্ভোগ সৃষ্টি হয়, গণতন্ত্র পথচ্যুত হয়ে যায়। নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্রপাত ঘটিয়েছে দেশের তরুণ সমাজ। অল্প কয়েকদিনের মধ্যে তা জনবিস্ফোরণে পরিণত হয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এর মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আশু করণীয় কাজ। মানুষের জানমাল রক্ষা করা। দেশে শান্তি ফিরিয়ে আনা। সব ধরনের নৈরাজ্য দূর করা এবং যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এ মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী ও প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। তাই এটাকে আবার পুনর্স্থাপন করে শাসনব্যবস্থা তৈরি করতে হবে।
শিরোনাম
- গাজায় ত্রাণ প্রবেশে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নেতানিয়াহুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
- শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
- গাইবান্ধা পৌর বিএনপিতে পুনরায় কাউন্সিলের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪
- খার্তুম বিমানবন্দর চালুর আগেই ড্রোন হামলা
- তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন
- নওয়াব ফয়জুন্নেছা কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
- ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত
- ভালুকায় ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বগুড়ায় মালটা চাষে যুবক মাসুদের বাজিমাত
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
- দুই শিশুকে হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন
- সাইবার আইনের মামলায় বগুড়ার সাবেক সমন্বয়ক গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৬ মামলা
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি