সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহির্বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব দেশে গণতন্ত্র বিপথগামী হয়ে স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে, সেসব দেশের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনসহ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী। এত দিন যার মূল্যায়ন বাংলাদেশে হয়নি, কিন্তু সারা বিশ্বে হয়েছে। তিনি আজ দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তবে এর প্রেক্ষাপটটা অনেক তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত এক মাস ধরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এর নজির বিরল। তিনি বলেন, একটা সরকার যখন ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে যায় তখন দুর্ভোগ সৃষ্টি হয়, গণতন্ত্র পথচ্যুত হয়ে যায়। নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্রপাত ঘটিয়েছে দেশের তরুণ সমাজ। অল্প কয়েকদিনের মধ্যে তা জনবিস্ফোরণে পরিণত হয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এর মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আশু করণীয় কাজ। মানুষের জানমাল রক্ষা করা। দেশে শান্তি ফিরিয়ে আনা। সব ধরনের নৈরাজ্য দূর করা এবং যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এ মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী ও প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। তাই এটাকে আবার পুনর্স্থাপন করে শাসনব্যবস্থা তৈরি করতে হবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখন বিশ্বে রোল মডেল
-- ওয়াহিদউদ্দিন মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর