সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহির্বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব দেশে গণতন্ত্র বিপথগামী হয়ে স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে, সেসব দেশের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনসহ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী। এত দিন যার মূল্যায়ন বাংলাদেশে হয়নি, কিন্তু সারা বিশ্বে হয়েছে। তিনি আজ দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তবে এর প্রেক্ষাপটটা অনেক তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত এক মাস ধরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এর নজির বিরল। তিনি বলেন, একটা সরকার যখন ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে যায় তখন দুর্ভোগ সৃষ্টি হয়, গণতন্ত্র পথচ্যুত হয়ে যায়। নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্রপাত ঘটিয়েছে দেশের তরুণ সমাজ। অল্প কয়েকদিনের মধ্যে তা জনবিস্ফোরণে পরিণত হয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এর মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আশু করণীয় কাজ। মানুষের জানমাল রক্ষা করা। দেশে শান্তি ফিরিয়ে আনা। সব ধরনের নৈরাজ্য দূর করা এবং যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এ মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী ও প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। তাই এটাকে আবার পুনর্স্থাপন করে শাসনব্যবস্থা তৈরি করতে হবে।
শিরোনাম
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখন বিশ্বে রোল মডেল
-- ওয়াহিদউদ্দিন মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর