সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহির্বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব দেশে গণতন্ত্র বিপথগামী হয়ে স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে, সেসব দেশের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনসহ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী। এত দিন যার মূল্যায়ন বাংলাদেশে হয়নি, কিন্তু সারা বিশ্বে হয়েছে। তিনি আজ দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তবে এর প্রেক্ষাপটটা অনেক তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত এক মাস ধরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এর নজির বিরল। তিনি বলেন, একটা সরকার যখন ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে যায় তখন দুর্ভোগ সৃষ্টি হয়, গণতন্ত্র পথচ্যুত হয়ে যায়। নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্রপাত ঘটিয়েছে দেশের তরুণ সমাজ। অল্প কয়েকদিনের মধ্যে তা জনবিস্ফোরণে পরিণত হয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এর মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আশু করণীয় কাজ। মানুষের জানমাল রক্ষা করা। দেশে শান্তি ফিরিয়ে আনা। সব ধরনের নৈরাজ্য দূর করা এবং যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এ মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী ও প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। তাই এটাকে আবার পুনর্স্থাপন করে শাসনব্যবস্থা তৈরি করতে হবে।
শিরোনাম
- জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিজানুরের জামিন
- নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, তিন দিনে কুয়াশার কারণে দুর্ঘটনায় নিহত ৬
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার