সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহির্বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব দেশে গণতন্ত্র বিপথগামী হয়ে স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে, সেসব দেশের কাছে বাংলাদেশ একটি রোল মডেল। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনসহ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী। এত দিন যার মূল্যায়ন বাংলাদেশে হয়নি, কিন্তু সারা বিশ্বে হয়েছে। তিনি আজ দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তবে এর প্রেক্ষাপটটা অনেক তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত এক মাস ধরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এর নজির বিরল। তিনি বলেন, একটা সরকার যখন ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে যায় তখন দুর্ভোগ সৃষ্টি হয়, গণতন্ত্র পথচ্যুত হয়ে যায়। নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্রপাত ঘটিয়েছে দেশের তরুণ সমাজ। অল্প কয়েকদিনের মধ্যে তা জনবিস্ফোরণে পরিণত হয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে। এর মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই আশু করণীয় কাজ। মানুষের জানমাল রক্ষা করা। দেশে শান্তি ফিরিয়ে আনা। সব ধরনের নৈরাজ্য দূর করা এবং যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এ মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী ও প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে। তাই এটাকে আবার পুনর্স্থাপন করে শাসনব্যবস্থা তৈরি করতে হবে।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের