সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরও পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী এদেশে ঘাপটি মেরে থাকা তার দোসরদের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন স্বার্থে একের পর এক অপতৎপরতা চালাচ্ছে। গতকাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ও সিংহশ্রী এলাকার হিন্দুদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, মন্দির ভাঙচুর বা সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে; যার অধিকাংশই মিথ্যা, বানোয়াট। এসব ভুয়া অপপ্রচারে প্রভাবিত হবে না বাংলাদেশের সচেতন জনগণ। তিনি বলেন, কিছুসংখ্যক কুচক্রী মহল শারদীয় দুর্গাপূজাকে লক্ষ্য করে ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন পূজা অনুষ্ঠানে মন্দিরগুলোতে দুষ্কৃতকারীরা যাতে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটানোর সুযোগ না পায়, তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবী টিম গঠন করে মন্দিরের পূজা অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে বলেন, হেফাজতে ইসলামের সব নেতা-কর্মী ও কাপাসিয়া উপজেলার ওলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থাকবেন।