ভ্যাট ও শুল্ক ছাড়ের সুযোগের অপব্যবহার করছে একটি চক্র। স্টিল বিল্ডিং ও স্টিল পাইপ কারখানার নামে আনা কাঁচামাল (হট রোলড কয়েলস এবং জিআই, ইজি কয়েলস) কারখানায় ব্যবহার না করে অধিক মুনাফার লোভে খোলা বাজারে বিক্রি করছে। এতে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছেন বাণিজ্যিক আমদানিকারকরা। রাজস্ব আয় বাড়াতে বাণিজ্যিক ও শিল্পকারখানার জন্য আমদানি করা হট রোলড কয়েল এবং জিআই কয়েল/শিট আমদানির শুল্ক বৈষম্য দূর করার অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে অতিরিক্ত কাঁচামাল আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ঠেকাতে প্লেটস, লন্ডন মেটাল একচেঞ্জ ভ্যালু সুবিধা বাতিল করে কাস্টমস ডাটাবেজ যাচাই করার দাবি তুলেছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া আবেদনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, বাণিজ্যিক আমদানিকারকদের জন্য প্রাইম কোয়ালিটির হট রোলড কয়েল শিট প্রতি টনের অ্যাসেসমেন্ট ভ্যালু ৭২০ ডলার এবং কাস্টমস ডিউটি ৩২ হাজার ৬৮১ টাকা। সেখানে শিল্পকারখানার জন্য আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ৪৭০ ডলার এবং কাস্টমস ডিউটি ১৬ হাজার ৫০৯ টাকা। ফলে শিল্প আমদানিতে টনপ্রতি শুল্ক কম দিতে হচ্ছে ১৬ হাজার ১৭২ টাকা। একইভাবে প্রাইম কোয়ালিটির হট ডিপ গ্যালভারাইজড ৬০০ মিলিমিটারের কম কয়েল শিট বাণিজ্যিক আমদানির টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু ১ হাজার ১৫০ ডলার এবং কাস্টমস ডিউটি ৫১ হাজার ৭৫০ টাকা। একই পণ্য শিল্পের জন্য আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ৬১৪ ডলার এবং কাস্টমস ডিউটি ২৬ হাজার ৬০ টাকা। শিল্পের জন্য আমদানি শুল্ক কম ২৫ হাজার ৬৯০ টাকা। এ ছাড়া ৬০০ মিলিমিটারের বেশি জিআই কয়েল শিট বাণিজ্যিক আমদানির জন্য টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু ১ হাজার ১৫০ ডলার এবং কাস্টমস ডিউটি ও ট্যাক্স ৯৩ হাজার ৮৪০ টাকা। অপর দিকে শিল্পের জন্য এই কাঁচামাল আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু ৬৭০ ডলার এবং কাস্টমস ডিউটি ও ট্যাক্স ২৮ হাজার ৪৪৫ টাকা। ৬৫ হাজার ৩৯৫ টাকা কম শুল্কে আমদানির সুযোগ পাচ্ছে শিল্পের কাঁচামালের জন্য। কয়েকটি অসাধু চক্র শিল্পের নামে অতিরিক্ত (প্রয়োজনের চেয়ে ৮০ শতাংশ) আমদানি করে খোলা বাজারে বিক্রি করছে। একই পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালু ও কাস্টমস ডিউটি কমবেশি হলেও বাজারে বিক্রি হচ্ছে একই দরে। ফলে বাণিজ্যিক আমদানিকারকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে সরকার হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ঋণগ্রস্ত হয়ে অনেকেরই পথে বসার উপক্রম হয়েছে। এমতবস্থায় শিল্পের জন্য আনা কাঁচামাল কারখানায় ব্যবহার নিশ্চিত করা অথবা বাণিজ্যিক এবং শিল্প আমদানির অ্যাসেসমেন্ট ভ্যালু এবং কাস্টমস ডিউটি বৈষম্য দূর করে সমান হারে নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, এতে সরকারের রাজস্ব অনেক গুণ বৃদ্ধি পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সমস্যা সমাধানে সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, পণ্য ব্যবস্থাপনায় চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। পণ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর জোর দেন তিনি।
শিরোনাম
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
শুল্ক ছাড়ের কাঁচামাল খোলা বাজারে বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
২০ মিনিট আগে | জাতীয়

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
১ ঘণ্টা আগে | জাতীয়