ভ্যাট ও শুল্ক ছাড়ের সুযোগের অপব্যবহার করছে একটি চক্র। স্টিল বিল্ডিং ও স্টিল পাইপ কারখানার নামে আনা কাঁচামাল (হট রোলড কয়েলস এবং জিআই, ইজি কয়েলস) কারখানায় ব্যবহার না করে অধিক মুনাফার লোভে খোলা বাজারে বিক্রি করছে। এতে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছেন বাণিজ্যিক আমদানিকারকরা। রাজস্ব আয় বাড়াতে বাণিজ্যিক ও শিল্পকারখানার জন্য আমদানি করা হট রোলড কয়েল এবং জিআই কয়েল/শিট আমদানির শুল্ক বৈষম্য দূর করার অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে অতিরিক্ত কাঁচামাল আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ঠেকাতে প্লেটস, লন্ডন মেটাল একচেঞ্জ ভ্যালু সুবিধা বাতিল করে কাস্টমস ডাটাবেজ যাচাই করার দাবি তুলেছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া আবেদনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, বাণিজ্যিক আমদানিকারকদের জন্য প্রাইম কোয়ালিটির হট রোলড কয়েল শিট প্রতি টনের অ্যাসেসমেন্ট ভ্যালু ৭২০ ডলার এবং কাস্টমস ডিউটি ৩২ হাজার ৬৮১ টাকা। সেখানে শিল্পকারখানার জন্য আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ৪৭০ ডলার এবং কাস্টমস ডিউটি ১৬ হাজার ৫০৯ টাকা। ফলে শিল্প আমদানিতে টনপ্রতি শুল্ক কম দিতে হচ্ছে ১৬ হাজার ১৭২ টাকা। একইভাবে প্রাইম কোয়ালিটির হট ডিপ গ্যালভারাইজড ৬০০ মিলিমিটারের কম কয়েল শিট বাণিজ্যিক আমদানির টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু ১ হাজার ১৫০ ডলার এবং কাস্টমস ডিউটি ৫১ হাজার ৭৫০ টাকা। একই পণ্য শিল্পের জন্য আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ৬১৪ ডলার এবং কাস্টমস ডিউটি ২৬ হাজার ৬০ টাকা। শিল্পের জন্য আমদানি শুল্ক কম ২৫ হাজার ৬৯০ টাকা। এ ছাড়া ৬০০ মিলিমিটারের বেশি জিআই কয়েল শিট বাণিজ্যিক আমদানির জন্য টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু ১ হাজার ১৫০ ডলার এবং কাস্টমস ডিউটি ও ট্যাক্স ৯৩ হাজার ৮৪০ টাকা। অপর দিকে শিল্পের জন্য এই কাঁচামাল আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু ৬৭০ ডলার এবং কাস্টমস ডিউটি ও ট্যাক্স ২৮ হাজার ৪৪৫ টাকা। ৬৫ হাজার ৩৯৫ টাকা কম শুল্কে আমদানির সুযোগ পাচ্ছে শিল্পের কাঁচামালের জন্য। কয়েকটি অসাধু চক্র শিল্পের নামে অতিরিক্ত (প্রয়োজনের চেয়ে ৮০ শতাংশ) আমদানি করে খোলা বাজারে বিক্রি করছে। একই পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালু ও কাস্টমস ডিউটি কমবেশি হলেও বাজারে বিক্রি হচ্ছে একই দরে। ফলে বাণিজ্যিক আমদানিকারকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে সরকার হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ঋণগ্রস্ত হয়ে অনেকেরই পথে বসার উপক্রম হয়েছে। এমতবস্থায় শিল্পের জন্য আনা কাঁচামাল কারখানায় ব্যবহার নিশ্চিত করা অথবা বাণিজ্যিক এবং শিল্প আমদানির অ্যাসেসমেন্ট ভ্যালু এবং কাস্টমস ডিউটি বৈষম্য দূর করে সমান হারে নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, এতে সরকারের রাজস্ব অনেক গুণ বৃদ্ধি পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সমস্যা সমাধানে সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, পণ্য ব্যবস্থাপনায় চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। পণ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর জোর দেন তিনি।
শিরোনাম
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি