অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পরস্পরের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা।
অন্তর্বর্তী সরকার গঠনের পর উভয়ের মধ্যে এটিই প্রথম একান্ত সাক্ষাৎ। প্রায় ৩০ মিনিটব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। গতকাল রাতে সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেসব বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের নিজের ঘোষিত রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টাও প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।