পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা হারিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে কট্টর ডানপন্থি ও বামপন্থি আইনপ্রণেতারাও সমর্থন দেন, এতে প্রস্তাবটির পক্ষে ৩৩১ ভোট পড়ে। সূত্র : রয়টার্স।
প্রাপ্ত খবর অনুযায়ী, দেশটিতে স্থানীয় সময় বুধবার আইনপ্রণেতারা ব্যাপকভাবে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ভোটাভুটির পর বার্নিয়েকে ও তাঁর সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাক্রোঁর কাছে পেশ করতে হয়। এর মাধ্যমে ১৯৫৮ সালে শুরু হওয়া ফ্রান্সের পঞ্চম রিপাবলিকে সবচেয়ে স্বল্পস্থায়ী হলো তার তিন মাস মেয়াদের সংখ্যালঘু সরকার। অভিযোগ অনুযায়ী, বাজেট পাস করাতে পার্লামেন্টে ভোটাভুটি এড়িয়ে বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বার্নিয়ে এই অনাস্থা ভোটের মুখে পড়েন। এই ঘটনার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক সংকট নতুন করে ঘনীভূত হলো।