বহুল আলোচিত কলকাতার আরজি-কর মেডিকেল কলেজ ছাত্রীকে (অভয়া, নাম পরিবর্তিত) ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। গতকাল দুপুরে আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন।
এদিন মাত্র ১২ মিনিটের শুনানিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় ধর্ষণ, ৬৬ ধারায় ধর্ষণের সময় আঘাত করে মৃত্যুর সম্ভাবনা এবং ১০৩(১) ধারায় খুনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার তার সাজা ঘোষণা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি এবং সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন জেল। তবে আগের মতো গতকালও তাকে দোষী সাব্যস্ত করার আগে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ফের নিজেকে নির্দোষ দাবি করেন সঞ্জয় রায়। বিচারক বলেন, ‘সিবিআই যা প্রমাণ দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আপনি দোষী সাব্যস্ত হয়েছেন। আপনাকে শাস্তি পেতেই হবে।’ জবাবে সঞ্জয় বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা যেরকম বলেছেন আমি সেই মতোই কথা বলেছি। কারণ আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি এরকম কোনো ঘটনা ঘটত তাহলে সেই মালা ছিঁড়ে যেত।’ সঞ্জয়ের এ দাবির পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘আগামী সোমবার আপনার বক্তব্য শোনা হবে।’