এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নীলফামারীর আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্র জানিয়েছে। গত বছর ছিল ৫২ জন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ১৯ জানুয়ারি। এতে এবারও ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন। গত শুক্রবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন। এবার ভর্তির ফলাফলে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের ৫৩ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- ফাহিম- ঢাকা মেডিকেল কলেজ, সুমাইয়া শারমিন- ঢাকা মেডিকেল কলেজ, আতিয়া- সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তৌফিকা-সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৌরভ- রংপুর মেডিকেল কলেজ, সুমাইয়া- রাজশাহী মেডিকেল কলেজ, মিম-নীলফামারী মেডিকেল কলেজ, তারিন- রাজশাহী মেডিকেল কলেজ, প্রজ্ঞা- রাজশাহী মেডিকেল কলেজ, তুশিন- দিনাজপুর মেডিকেল কলেজ, মেধা- সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, কণা- দিনাজপুর মেডিকেল কলেজ, কিবতিয়া- নীলফামারী মেডিকেল কলেজ, ঋতু- দিনাজপুর মেডিকেল কলেজ, আশা- বগুড়া মেডিকেল কলেজ, মণিষা- রংপুর মেডিকেল কলেজ, তিথি- পাবনা মেডিকেল কলেজ, অংকন- সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, খাদিজা- রংপুর মেডিকেল কলেজ, শুভ রায়- নওগাঁ মেডিকেল কলেজ, রুমাইয়া- সিলেট মেডিকেল কলেজ, জুঁথি- বগুড়া মেডিকেল কলেজ, জেরিন- বগুড়া মেডিকেল কলেজ, আল আমিন- গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সাদিকুল- রংপুর মেডিকেল কলেজ, রিয়াদ- সলিমুল্লাহ মেডিকেল কলেজ, পরশিয়া- রংপুর মেডিকেল কলেজ, রাইসা- রাজশাহী মেডিকেল কলেজ, মারিয়া- দিনাজপুর মেডিকেল কলেজ, তানজিলা- পাবনা মেডিকেল কলেজ, মুনতাহা- দিনাজপুর মেডিকেল কলেজ, রেজওয়ানা- রংপুর মেডিকেল কলেজ, মামুনি- পাবনা মেডিকেল কলেজ, ফজলে রাব্বি- রাজশাহী মেডিকেল, শেখ মাঈন- ময়মনসিংহ মেডিকেল কলেজ, জোবাদুর- রংপুর মেডিকেল কলেজ, রুশো- রাজশাহী মেডিকেল কলেজ, নাফিস ফুয়াদ- নীলফামারী মেডিকেল কলেজ, নখবাত তাবাসসুম রাইয়ান- বগুড়া মেডিকেল কলেজ, আরিফ মুহাইমিন- সাতক্ষীরা মেডিকেল কলেজ, প্রিয়াঙ্কা- সাতক্ষীরা মেডিকেল কলেজ, মারজানা-তাজউদ্দীন মেডিকেল কলেজ, সায়েমুজ্জামান- দিনাজপুর মেডিকেল কলেজ, জাফরুন্নেসা- কিশোরগঞ্জ মেডিকেল কলেজ, সোহানী মণ্ডল রাধা-সোহরাওরার্দী মেডিকেল কলেজ, হৈমন্তী- কুষ্টিয়া মেডিকেল কলেজ, মুমতামিম মাহবুব রুহান- যশোর মেডিকেল কলেজ, মুয়াজ আলম- রংপুর মেডিকেল কলেজ, রহমতুল্লাহ আল আমিন- পাবনা মেডিকেল কলেজ, সৌরভ রহমান- নীলফামারী মেডিকেল কলেজ, তাকওয়া বিনতে রহমান- বগুড়া মেডিকেল কলেজ, পূজা সাহা- বরিশাল মেডিকেল কলেজ ও রাসেল আহমেদ জীবন- রংপুর মেডিকেল কলেজ। এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আজাদ আবুল কালাম জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। গত বছর এ কলেজের ৫২ জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। এবারের সংখ্যাটিও আরও বাড়তে পারে।