খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ইজিবাইক ও রিকশাভ্যানে করে আবাসিক হল থেকে নিজেদের মালামাল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। এ সময় অনেক উদ্বিগ্ন অভিভাবককে গেটের বাইরে সন্তানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। এদিকে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে হলত্যাগের সময়সীমা পার হওয়ার পরও ছয়টি আবাসিক হলে কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করতে আবাসিক হলের ইন্টারনেট ওয়াইফাই লাইন ও পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘কুয়েট ১৯’ নামে ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বাসভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, হল ভ্যাকান্ট ঘোষণার পরও যারা রয়ে গেছেন আমাদের প্রোভোস্ট, আমার সব শিক্ষকরা চেষ্টা করছেন, ওদের সঙ্গে কথা হচ্ছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলপ্রয়োগ করে নয়, বুঝিয়ে যাতে ওদেরকে হল থেকে বের করা যায়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আর যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি সেহেতু উনার আন্ডারে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত আসবে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি না। উনি আমাদের ১৮ ফেব্রুয়ারি প্রায় তিন ঘণ্টা একপ্রকার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিলেন। তার দায়িত্বহীনতার কারণে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। জানা যায়, সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানান। এ নিয়ে রাতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
কুয়েটে ক্যাম্পাস ত্যাগ শিক্ষার্থীদের
হলে ইন্টারনেট ও পানি বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
১ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৪ ঘণ্টা আগে | জাতীয়