বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্য খাতে চরম ভোগান্তির প্রতিবাদ ও সংস্কার দাবিতে তিন ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ছাত্র-জনতা। গতকাল ১৩তম দিনে মহানগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে বরিশালের ছয় জেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন থেকে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের এ সিন্ডিকেট ভাঙতে হবে। এ ছাড়া ১৩তম দিনের মতো স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ কিংবা আলোচনায় বসেনি।
বক্তারা বলেন, ‘আন্দোলনের ১৩ দিনেও সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কথা বলছে না। আমরা চাই স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশালে আসুক এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান দিক।’ তবে শুধু শেরেবাংলা নয়, সারা দেশের স্বাস্থ্য খাতের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে এবং তা না হলে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে বলেও আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন।
চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনসাধারণ ও কনটেন্ট ক্রিকেটররা অংশগ্রহণ করেন।