যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ায় যমুনা নদীর অরক্ষিত অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার বিকালে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে এনায়েতপুর উপজেলার চাঁদপুর চরের অন্তত ২৫টি বসতবাড়ি কয়েক মিনিটের মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, উচ্চবিদ্যালয়সহ প্রায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন আতঙ্কে স্থানীয়রা বসতভিটা সরিয়ে নিচ্ছেন।
বয়োবৃদ্ধ আতাহার মণ্ডল জানান, তার ৭৩ বছর বয়সে প্রায় ২৫ বার বসতভিটা নদী গর্ভে চলে গেছে। তবে শুক্রবারের মতো ভাঙন কখনো দেখেননি। মুহূর্তের মধ্যে অনেক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের ভয়াবহতা দেখে গ্রামের সবাই আতঙ্কিত।
সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, ভাঙন এলাকা থেকে মাত্র ৫৫ মিটার দূরে হাইস্কুল কমপ্লেক্স ভবন। আরও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকিতে। প্রতিষ্ঠানগুলো বিলীন হলে কয়েক হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত ব্যবস্থা না নিলে স্কুলগুলো নদী গর্ভে চলে যাবে। ভাঙন এলাকা পরিদর্শন শেষে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ জানান, প্রায় ৩০০ মিটার এলাকা ও বেশ কিছু বসতভিটা নদীতে বিলীন হয়েছে। দ্রুত জিও ব্যাগ ডাম্পিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।