সপ্তাহের তৃতীয় দিনে সূচকের সামান্য উত্থান হলেও লেনদেনের গতি কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক টানা চার কার্যদিবস পতনের পর গতকাল সামান্য বেড়েছে। তবে লেনদেন কমে ৫০০ কোটির নিচে নেমে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান হয়েছে।
এ মাসের শুরুতে ডিএসইতে লেনদেনের হার ছিল হাজার কোটি টাকার ওপরে। চলতি সপ্তাহের শুরুতে লেনদেন কমতে শুরু করে। গতকাল দিন শেষে ডিএসইর লেনদেন হয়েছে ৪৬৭ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছির ৫৪৪ কোটি টাকা। এক দিনে লেনদেনের পরিমাণ কমেছে ৭৭ কোটি টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৭ পয়েন্টে। সপ্তাহের আগের দুই দিনে সোমবার ৪৫ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট কমে সূচক। ডিএসইতে সব খাত মিলিয়ে হাতবদল হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত থাকে ৬১টির।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স। ৩৯ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৮ টাকা ৯০ পয়সায় কোম্পানিটির ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি। ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। ১৩ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় শীর্ষে ছিল ফারইস্ট নিটিং।
অন্যদিকে সিএসইতে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২১০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০২৫ পয়েন্টে। আগের দিন সিএসইতে ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।