রাজধানীর বাজারে নিত্যপণ্যের আগুনছোঁয়া দামে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবজি থেকে মাছ-মাংস, কোনো কিছুতেই লাগাম নেই। গত সপ্তাহের মাঝামাঝিতে সবজির দাম সামান্য কমলেও এখন আবার বেড়ে গেছে। গতকাল রাজধানীর শান্তিনগর ও পরীবাগ বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।
জানা যায়, বাজারের বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার ওপরে। গোল বেগুন ১০০-১২০ টাকা কেজি, লম্বা বেগুন ১০০-১১০, ঝিঙা ৮০, বরবটি ১০০, করলা ৯০-১০০, পটোল ৮০, ঢ্যাঁড়স-শসা ও গাজর ৮০ এবং কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক ২০ টাকা আঁটি, কলমিশাক দুই আঁটি ২০, লাউশাক ও পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। মানভেদে পিঁয়াজ কেজিতে ৭৫-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও চলছে মূল্যবৃদ্ধির দৌড়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। মাঝারি সাইজের ইলিশের দাম ১ হাজার ৫০০-৭০০, আর জাটকা মিলছে ৬০০-৮০০ টাকায়। চাষের শিং বিক্রি হচ্ছে ৩৫০-৫৫০, দেশি শিং ১ হাজার থেকে ১১০০, চিংড়ি ৭০০-৮০০, বোয়াল ৬০০-৭০০, কাতলা ও পাবদা ৪০০-৪৫০ এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি। ব্রয়লারের কেজি ১৮০ হলেও সোনালি কক ৩২০, সোনালি ২৯০ এবং দেশি মুরগি ৫৮০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনপ্রতি ১৪০-১৫০ টাকা।
হালিম মোরশেদ নামে এক ক্রেতা জানান, সব কিছুর দাম এত বেশি যে পরিবার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে। সবকিছুর দাম ঊর্ধ্বমুখীর ব্যাপারে ব্যবসায়ীরা বলেন, বাজারে সব জিনিসের সরবরাহ কম। পরিবহন ব্যয়ও বাড়তি। এ ছাড়া পাইকারি বাজারের অস্থিরতার কারণে খুচরা বাজারে সবকিছুর দাম বাড়ছে।