‘আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়াদশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে, আজ বেলা ৩টা ২৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে দশমী তিথি। এর মধ্যে সম্পন্ন হবে দেবী দুর্গার দশমী বিহিত পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। এ বছর দেবীর মর্ত্যে আগমন ঘটেছে গজ বা হাতিতে এবং দেবী দুর্গা দোলা বা পালকিতে কৈলাসে গমন করবেন। এ ধরনের গমনের ফলস্বরূপ মহামারি, ভূমিকম্প এবং অতিমৃত্যুর মতো দুর্যোগ দেখা দিতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৯টি পূজা মণ্ডপ। তিনি আরও বলেন, দশমী পূজা শেষে বিকাল ৩টায় পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে বের হবে মূল শোভাযাত্রা। পরে নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন। বিভিন্ন মণ্ডপ প্রতিমা বিসর্জনের জন্য মূল শোভাযাত্রায় যুক্ত হবে।
অশুভ বিনাশের প্রত্যয়ে গতকাল মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরে ভক্তরা দেবীর চরণে অর্পণ করছেন পুষ্পাঞ্জলি। রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে বাদ্যের সঙ্গে চলে দেবীর আরতি। গুলশান-বনানী সর্বজনীন মন্দিরে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। বসুন্ধরা সর্বজনীন পূজামণ্ডপে ধূপতি নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বনানীতে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।