আপাত দৃষ্টিতে সুখের মনে হলেও প্রেমের কিংবা দাম্পত্য সম্পর্কে বাস্তবে অনেকেই ততটা সুখী হতে পারেন না। দুজনের মধ্যে নানান অমিল ও দ্বন্দের কারণে সুখ ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। সম্পর্কে অসুখী পুরুষরা সাধারণত স্ত্রী বা প্রেমিকার সম্পর্কে কিছু অভিযোগ করে থাকেন। আর এসব অভিযোগের কারনেই তারা সম্পর্কের মাঝে সুখ খুঁজে পায় না।
প্রতারনা
অধিকাংশ অসুখী পুরুষের নিজের সঙ্গী সম্পর্কে অভিযোগ হলো তার প্রেমিকা/স্ত্রী প্রতারক। নিজের প্রাক্তন প্রেমিক কিংবা অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ানো অথবা যোগাযোগ রাখা নিয়ে দাম্পত্য কলহের অভিযোগ করেন অনেক পুরুষই।
একঘেয়েমী
সম্পর্কে অসুখী পুরুষদের মধ্যে অনেকেই বলেন তাদের স্ত্রী একঘেয়ে। স্ত্রী শুধুমাত্র নিজেকে নিয়েই এতো ব্যস্ত থাকেন তার সাথে বসে একটু গল্প করে সময় কাটানোর সুযোগও পান না পুরুষ সঙ্গীটি।
প্রশংসা পান না
যা কিছুই করেন না কেন কোনো প্রচেষ্টারই কোনো মূল্য দেন না তাদের নারী সঙ্গী। ফলে এক পর্যায়ে সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তাঁরা।
শারীরিক মিলনে একেবারেই আগ্রহ নেই
অনেক বিবাহিত পুরুষদেরই অভিযোগ থাকে যে তাদের স্ত্রীর শারীরিক মিলনের প্রতি একেবারেই আগ্রহ নেই। ফলে প্রায় প্রতিদিনই নানা অযুহাতে শারীরিক মিলনের বিষয়টিকে এড়িয়ে যান তাঁরা। আর তাই অনেক পুরুষই তাদের সংসার জীবনে অসুখী ও বিরক্ত।
অসামাজিক
নিজের বন্ধুদের সাথে, পরিবারের সাথে একেবারেই মিশতে পারেন না তাদের স্ত্রী/প্রেমিকা এমনটাই অভিযোগ অনেক পুরুষের। এমনকি কোনো সামাজিক অনুষ্ঠানেও যেতে চান না অনেক স্ত্রী/প্রেমিকা যা তাদের পুরুষ সঙ্গীটির জন্য বেশ বিব্রতকর।
অতিরিক্ত খরচ করা
স্ত্রী/প্রেমিকা অতিরিক্ত খরচে মাসের খরচ চালাতে গিয়ে হিমসিম খেতে হয় অনেক পুরুষকেই। ফলে সংসার ও সম্পর্কের প্রতি বিরক্ত হয়ে যান তিনি।