মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু না জেনে ভুল করা আর জেনে শুনে ভুল করা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে প্রেমের সম্পর্কে জেনে শুনে ভুল করার প্রবণতা অনেকেরই রয়েছে। যা সম্পর্কের মাঝে ঝামেলার সৃষ্টি করে। ভুল বোঝাবুঝির কারনে অনেক সম্পর্কই ভেঙে যায়। আর এর প্রধান কারণ হচ্ছে জেনে শুনে ভুল করা। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার সম্পর্কও হবে মধুর,আস্থাশীল।
ফেইসবুক গোয়েন্দাগিরি
বর্তমানে ফেইসবুকের কারণে অনেক ঝামেলায় পরে প্রেমিক-প্রেমিকারা। ফেইসবুকে কারো ছবিতে লাইক বা কমেন্ট দেয়া, কিংবা কারো সাথে ছবি তুলে আপলোড দেয়ার মানে এই নয় যে আপনার প্রেমিক/প্রেমিকা আপনাকে ধোঁকা দিচ্ছেন। এসব সাধারণ বিষয় নিয়ে নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট করবেন না।
অনুভূতি প্রকাশ না করা
ভালবাসার সম্পর্কে কখনোই নিজের অনুভূতি এবং আবেগ নিজের ভেতরে লুকিয়ে রাখা উচিৎ নয়। এতে সম্পর্কে দূরত্ব বাড়ে। আর এই দূরত্ব ধীরে ধীরে আপনার সম্পর্ককে ভাঙনের পথে নিয়ে যাবে।
সমঝোতা করতে না চাওয়া
দুজনের সমঝোতা ছাড়া ভালবাসার সম্পর্ক টিকে থাকতে পারে না। যারা সমঝোতা করতে জানেন না তাদের ভালোবাসার সম্পর্ক সহজেই ভেঙে যায়।
জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা
ভালোবাসার সম্পর্ক এমন একটি জিনিস যা জোর খাটিয়ে টিকিয়ে রাখা সম্ভব নয়। যখনই বুঝবেন সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে জোর করতে হচ্ছে তখনই সেই সম্পর্ক থেকে সরে আসা উচিৎ।