আপনার বাবা-মা, ভাই-বোন বা বন্ধুরা কি সব সময় আপনাকে মোটা বলে উত্যক্ত করে? তবে সাবধান হয়ে যান এখনই। কারণ মোটি বললে স্থুলতা আরও বেড়ে যেতে পারে!
এক গবেষণায় দেখা গেছে মোটা বলে যাদের ডাকা হয় তাদের স্থুলতা বৃদ্ধি পেতে পারে। গবেষণা অনুযায়ী, যে মেয়েদের ১০ বছর বয়স থেকেই মোটা বলে ডাকা হয় তাদের ১৯ বছর বয়সে স্থূলতা দেখা দিতে পারে।
লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবৈজ্ঞানিক ও সহ-অধ্যাপক এ. জ্যানেট টমিয়ামা জানিয়েছেন, সাধারণত মোটা বলা ডাকার প্রভাব এক দশক বাদে পড়তে দেখা যায়।
গবেষণায় ১ হাজার ২১৩ আফ্রিকান-আমেরিকী মেয়ে ও ১ হাজার ১৬৬ জন উত্তর ক্যালিফোর্নিয়া, সিনসিনেটি ও ওয়াশিংটনের মেয়েদের অন্তর্গত করা হয়। এদের মধ্যে ৫৮ শতাংশ মেয়েদের ১০ বছর বয়স থেকেই মোটা বলে ডাকা হতো।
গবেষকেরা দেখেছেন, ছোটবেলা থেকে যাদের মোটা বলে ডাকা হয় তাদের ১৯ বছর বয়সে মোটা হওয়ার সম্ভাবনা অন্য মেয়েদের তুলনায় ১.৬৬ শতাংশ বেশি দেখা যায়।
গবেষণার সহ-গবেষক জাফেরি হাঙ্গার গবেষণাপত্রে প্রকাশিত রিপোর্টে জানিয়েছেন, ওজন বাড়ার কথা ক্রমাগত কাউকে বলতে থাকলে তার মনে মানসিক চাপের সৃষ্টি হয়। এর ফলে ব্যক্তি প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেতে শুরু করে ফলে তার মধ্যে স্থূলতার সম্ভবনা দেখা দেয়।