মানবদেহের মেদ থেকে নির্গত স্টেম সেল দিয়ে ইঁদুরের ব্রেন ক্যানসারের চিকিৎসা করা হয়েছে- এরকমটা দাবি করেছেন গবেষকরা।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই জাতীয় স্টেম সেল দিয়ে তারা ইঁদুরের মস্কিষ্কের ক্ষতিকর টিউমারের সফল চিকিৎসা করেছেন।
তাদের গবেষণা অনুযায়ী, এই পদ্ধতিতে মানুষের মস্তিষ্কের ব্রেন ক্যানসাসের অস্ত্রোপচারের পরেও যদি কোনও ক্যানসার কোষ থেকে থাকে তবে তাকে ধ্বংস করা সম্ভব।
প্রধান গবেষক আলফ্রেডো কুইনোনেস-হিনোজোসা জানিয়েছেন, মানবদেহের মেদ থেকে নির্গত এই স্টেম সেলের সাহায্যে খুব সসহজেই টিউমারকে চিহ্নিত করতে সক্ষম এবং এটি ক্যানসার সেলকে আক্রমণ করতে কার্যকর।
সম্প্রতি এই গবেষণাটি ক্লিনিক্যাল ক্যানসার রিসার্চের একটি জার্নালে প্রকাশিত হয়েছে।