নিজের যৌবন ধরে রাখতে মরিয়া সবাই, তা সে নারী হোক কিম্বা পুরুষ। সে কারণেই বাজারে নারীদের পাশাপাশি পুরুষদের জন্যও বিভিন্ন অ্যান্টি এজিং ক্রিমের রমরমা। বিজ্ঞাপনের চমক চোখ ধাঁধিয়ে দিয়েছে পুরুষদের।
তাবে বেশকিছু ক্রিমে ভেড়ার গর্ভনালী ব্যবহার করা হয়। নিজেকে চিরযৌবন করে রাখতে তাই গত বেশ কিছু মাসে এই ধরনের ক্রিমের চাহিদাই বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
আমেরিকার স্কিন ক্লিনিকের মুখ্য নির্দেশক পিটার ফিনিগান জানিয়েছেন, অতিরিক্ত আবসাদগ্রস্ত পরিবেশে যে পুরুষরা থাকেন তাদের ক্ষেত্রে সময়ের আগে বয়সের ছাপ পড়ে যায়। তাদের ক্ষেত্রে এই ধরনের ক্রিম কার্যকরী। এই ক্রিমে অবস্থিত প্রোটিন ও অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ ত্বককে লাল হওয়া বা বলিরেখা থেকে বাঁচায়।
ভিক্টোরিয়া বেকহ্যামের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিও এই ক্রিমের মাধ্যমে ফেসিয়াল করে দীর্ঘসময় পর্যন্ত যৌবন ধরে রাখার দাবি করেছেন।
নিউয়র্কে হওয়া এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টিএজিং উপাদানের তুলনায় যে ক্রিমে ভেড়ার গর্ভনালীর উপাদান মিশ্রিত রয়েছে তা প্রায় ৪০ শতাংশ অধিক কার্যকরী।