আজকাল অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক নারীদের বেশ বিব্রতকর অভিজ্ঞতা হয়। দেখা যায় পাত্রের সাথে দেখে করতে গিয়ে তার কিছু অদ্ভুত স্বভাব নারীদেরকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। এসব পুরুষদের সঙ্গে নারীরা বিয়ে তো দূরের ব্যাপার কথা বলতেও পছন্দ করে না।
অতিখাদক
এমন অনেক পুরুষ আছেন যারা অনেক বেশি খাদক হয়। জীবনে তাদের একমাত্র কাজ যেন খাওয়া আর খাওয়া। এসব পুরুষদের নারীরা একেবারেই পছন্দ করেন না।
বাচাল
বাচাল পুরুষরা অনবরত কথা বলতেই থাকেন। কথা বলতে এরা এত বেশি পছন্দ করেন যে সময়ে অসময়ে তারা আরেকজনকে বিরক্ত করে ফেলন।
মিথ্যাবাদী
মিথ্যাবাদী পুরুষদেরও দেখা পাওয়া যায় এই অ্যারেঞ্জ ম্যারেজে। অবশ্য অ্যাফেয়ার ম্যারেজেও এই ধরনের মিথ্যাবাদী পুরুষদের অহরহ দেখা মেলে। এই ধরনের পুরুষেরা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ঘটককে এবং মেয়ে পক্ষকে নানা ধরনের মিথ্যা কথা বলে থাকেন। তাদের যা কিছু আছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে বলে থাকেন।
আত্ম অহংকারী
এমন অনেক পুরুষ আছেন যারা ক্যারিয়ারে হয়ত অনেক বেশি সফল কিন্তু তাদের মাঝে এক ধরনের দাম্ভিকতা কাজ করে। তারা তাদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি অহংকার করে থাকেন। এদের সাথে সংসার করে কোনো নারীই সুখী হতে পারেন না।
লাজুক পুরুষ
অ্যারেঞ্জ ম্যারেজে এমন কিছু লাজুক পুরুষ দেখা যায় যাদের মাঝে পৌরুষত্ব বলতে আসলে কিছু নেই। এদের কোনো কাজে সাহস থাকে না।
রাগান্বিত পুরুষ
পৃথিবীতে আরও এক ধরনের পুরুষ দেখা যায় যাদের অনেক বেশি রাগ থাকে। এই অতি রাগের কারণে হয়ত তারা কোনোদিন অ্যাফেয়ারই করতে পারেন নি। এদের মাঝে ভালোবাসা বলতে আসলে কিছুই নেই।
ছিঁচকে কাঁদুনে পুরুষ
কিছু পুরুষ আছেন যারা কোনো কিছু হলেই মেয়েদের মত ছিঁচকে কান্না শুরু করে দেন। কান্নাকাটি করা এদের বদঅভ্যাস। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এ ধরনের পুরুষও দেখা যায়।