বিখ্যাত ফ্যাশন হাউজ জিমি চু এবং ক্যারেরা যৌথভাবে এবার নিয়ে এসেছে ছেলেদের সানগ্লাস কালেকশন। এই কালেকশনের মধ্য দিয়ে দুটি ফ্যাশন হাউজের দ্বিতীয় কালেকশন উদ্বোধন হল। যার কারণে সানগ্লাসগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ আরও বেড়ে গেছে। এর আগে মেয়েদের সানগ্লাস কালেকশন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ছেলেদের কালেকশনটি নিয়েও তেমনই প্রত্যাশা ফ্যাশন হাউজ দুটির।
কালেকশানে প্রায় একই রকম ডিজাইনের বেশ কয়েকটি রঙের গ্লাস রয়েছে। গ্লাসের লোগোটি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। আর গ্লাসগুলো সম্পূর্ণ পোলারাইজড যা সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করবে এবং কিছুটা রঙ পরিবর্তন হবে। হালকা কোন ঘষা লাগলেও এতে কোন প্রকার দাগ পরবে না।