প্রেমের সম্পর্কে ছেলেরা এমন কিছু কাজ করেন যা মেয়েদের মনে ভুল ধারণার জন্ম দেয়। মেয়েরা মনে করেন তার প্রেমিক সম্পর্কটিকে গুরুত্ব সহকারে দেখছেন না। কিন্তু প্রকৃতপক্ষে হয়তো ছেলেটি সম্পর্কটির ব্যাপারে সিরিয়াস।
ছেলেদের কিছু ভুল রয়েছে অবশ্যই। একটি সম্পর্ককে গুরুত্ব দিলে সঙ্গিনীকে গুরুত্ব দিতে হবে, তার সাথে সম্পর্কিত সব কিছুকেই গুরুত্ব দিতে হবে। এতে করে আপনার সঙ্গিনী বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই সম্পর্কের ব্যাপারে সিরিয়াস।
নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে না পারা
একজন পুরুষকে তার সৌন্দর্য দিয়ে নয় তার ব্যক্তিত্ব দিয়ে বিচার করা হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো অনেক ছেলেই সম্পর্কে জড়ানোর পর নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেন না। হয়তো দেখা যায় একেবারে সঙ্গিনীর কথার গোলাম হয়ে গেলেন অথবা এতো বেশি রূঢ় হয়ে যান যে নিজের চরিত্রিক বৈশিষ্ট্য ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেন না। এতে করে মেয়েরা মনে করেন ছেলেটি সম্পর্কের ব্যাপারে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না।
সঙ্গিনীর সকল কাজে খবরদারী করা প্রেমের শুরু থেকে
অনেক ছেলেই রয়েছেন সম্পর্কে জড়ানো মাত্রই নিজের সঙ্গিনীর সকল কাজে এবং সকল কিছুতে খবরদারী শুরু করেন। এই কাজটি ভুলেও করতে যাবেন না। বিশেষ করে সম্পর্কের একেবারেই শুরুতে। এতে করে সম্পর্কের শুরু থেকেই আপনার সঙ্গিনী ভাববেন আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না।
সঙ্গিনীকে সময় দিতে না পারা
সম্পর্কে জড়ানোর পর থেকেই যদি আপনি আপনার সঙ্গিনীকে সময় দিতে না চান কিংবা না পারেন তবে আপনার সম্পর্কে তার ভুল ধারণা জন্মানো স্বাভাবিক। আপনি যেহেতু তাকে আপনার জীবনের সাথে জড়িয়ে নিয়েছেন তবে আপনার উচিত তার সাথে যতোটা সম্ভব সময় কাটানো।
সঙ্গিনীর বন্ধুবান্ধবের সম্পর্কে বাজে মন্তব্য করা
নিজের সঙ্গিনীর বন্ধুবান্ধব সম্পর্কে বাজে মন্তব্য করা অনেক বড় একটি ভুল। হতে পারে আপনি আপনার সঙ্গিনীর বন্ধুবান্ধবকে একেবারেই পছন্দ করেন না কিংবা তাদের কারো সাথে আপনার সম্পর্ক খারাপ। কিন্তু তাই বলে তাদের সম্পর্কে নিজের সঙ্গিনীর কাছে বাজে মন্তব্য করে আপনি আপনার সম্পর্কটিকে হুমকির মুখে ফেলছেন।