খুব বেশি খরচের মধ্যে না গিয়েও ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলা সম্ভব। পুরো ঘর না সাজিয়ে কেবল ঘরের কোণগুলোকে সাজালেই ঘরে নতুনত্বের ছোঁয়া লাগবে। আসুন জেনে নেয়া যাক ঘরের কোণগুলোকে সাজিয়ে তোলার জন্য স্বল্প খরচে কিছু পদ্ধতি।
- ঘরের কোণে একটি গাছের টব রাখলে পুরো ঘরটিতেই সজীবতা চলে আসে। এছাড়া সবুজের ছোঁয়া ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে।
- দোকানে নানান রঙের ও আকৃতির ল্যাম্প কিনতে পাওয়া যায়। রুমের সঙ্গে মানানসই একটি ল্যাম্প কিনে এনে সাজাতে পারেন ঘরের কোণটি। দেখুন কেমন হাসছে আপনার ঘরটি।
- বাজারে বিভিন্ন ডিজাইনের কর্নার টেবিল পাওয়া যায়। ঘরের আকৃতি অনুযায়ী টেবিল কিনে কোণে রেখে দিতে পারেন। কিছুটা তিন কোণা আকৃতির এই টেবিলগুলো ঘরের কোণে বেশ সহজেই মানিয়ে যায়। টেবিলের উপর দুই চারটি শোপিস, ছোট টবে ইনডোর ট্রি সাজিয়ে রাখতে পারেন।
- ফার্নিচারের দোকানে চমৎকার সব কর্নার শোকেস কিনতে পাওয়া যায়। কাঁচের তৈরি একটি কর্নার শোকেস রেখে শোপিস সাজিয়ে রাখতে পারেন ঘরের কোণে।