টুথপেস্ট দাঁত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। এটি আমরা সবাই জানি। কিন্তু এই টুথপেস্টের যে অন্যরকম কিছু ব্যবহার আছে তা হয়তো অনেকেরই অজানা। তাহলে জেনে নেওয়া যাক, টুথপেস্টের অসাধারণ ও অজানা কিছু ব্যবহার।
মুহূর্তেই সিলভারের উজ্জ্বলতা
আপনার পছন্দের হাতের ব্রেসলেট বা রিং (সিলভার) অনুজ্জ্বল হয়ে গেছে? তাহলে এগুলো একটু ভিজিয়ে তারপর সামান্য পেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন এরপর ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। টুথপেস্ট মরিচাও দূর করে। কিন্তু এভাবে পরিষ্কার করাটা অভ্যাসে পরিণত করবেন না।
কাপ থেকে চা/কফির দাগ দূর করুন
প্রতিদিন চা/কফি খেলে কাপের তলায় লাল বর্ণের দাগ পড়ে যায়। তখন দেখতেও খারাপ লাগে। এই দাগ দূর করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট।
মেক-আপের দাগ তুলতে
লিপস্টিকের দাগ বা কাজল, মাসকারার দাগ যেকোন সময়ই ড্রেসিং টেবিল, আয়নায় লাগতে পারে। তখন তা দ্রুত উঠাতে ব্যবহার করুন টুথপেস্ট।
হাত থেকে রসুনের গন্ধ রোধে
খাওয়ার জন্য বা রান্নায় ব্যবহার করার জন্য যখন আমরা রসুন ব্যবহার করে থাকি তখন হাতে রসুনের বিদঘুটে গন্ধ থেকে যায়। আর এই গন্ধ দূর করতে সামান্য টুথপেস্ট নিয়ে হাতে মেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ চলে গেছে।
পার্মানেন্ট মার্কারের দাগ দূর করুন
পার্মানেন্ট মার্কারের দাগ খুব সহজে ওঠে না, আমরা জানি। কিন্তু এই দাগ খুব সহজে তুলে ফেলার জন্য আছে অভিনব উপায়। আর তা হলো টুথপেস্ট। যেখানে মার্কারের দাগ সেখানে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে নিন।
বিডি-প্রতিদিন/ ০৪, ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।