অর্ধেক নারীই গর্ভাবস্থায় ভয়াবহ রক্তাল্পতার শিকার হন। লাগামছাড়া প্রসূতিমৃত্যু ও শিশুমৃত্যুর নেপথ্যে এই রক্তস্বল্পতা।
গবেষণায় দেখা গিয়েছে, কৃমিই শরীর থেকে শুষে নেয় জরুরি আয়রন৷ ফলে আয়রন বড়ি খেলেও তা কাজে আসেনা তেমন, দূর হয় না অ্যানিমিয়া৷ আর এর জেরেই ঘটে প্রসূতি কিংবা শিশুর অকালমৃত্যু৷
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা সবচেয়ে বিপজ্জনক৷ কারণ তা মা ও শিশুর জন্য প্রাণঘাতী। যদি প্রাণে বেঁচেও যায়, তা হলেও সেই অপুষ্টি নবজাতকের গোটা জীবন রুগ্ণ করে দিতে পারে। তাই শুধু গর্ভাবস্থাতেই নয়, শিশুকে স্তন্যপান করানোর সময়েও আয়রন অপরিহার্য।'
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৫/ সালাহ উদ্দীন