মশা কম-বেশি সবাইকে কামড় দেয়। কিন্তু এক শ্রেণির মানুষকে মশা বেশি কামড় দেয়। একটু লক্ষ্য করলে দেখবেন, আপনারা দু'জন একসঙ্গে বসে আছেন। অথচ আপনার পাশের লোককেই বেশি মশা কামড়াচ্ছে! দু'জনই ব্যাপারটা খেয়াল করছেন। কিন্তু এর কারণ বুঝতে পারেন না?
তাহলে জেনে রাখুন, মশারা কিন্তু ‘ও’ পজিটিভ গ্রুপের রক্ত খেতে বেশি পছন্দ করে! তাই যদি আপনার 'ও' পজিটিভ গ্রুপের রক্ত হয়, মশা তো আপনাকে কিছুতেই ছাড়বে না। আপনি মশার কাছে প্রায় অমৃত সমান।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব