অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রতিশ্রুতিশীল লেখক আহমেদ আল আমীনের লেখা বই- ঝোপেঝাড়ে তারা জ্বলে। বইটিতে বিভিন্ন বিষয়ের ওপরে বেশ কিছু গল্প স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে নওরোজ সাহিত্য সম্ভার, প্রচ্ছদ করেছেন শফিক আহমেদ। গায়ের মূল্য ২২৭ টাকা, তবে গ্রন্থমেলা উপলক্ষে ২৫% ছাড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬৮৬ নম্বর স্টলে। বইটি সচেতন মহল ও বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, গল্পের নিজস্ব ভুবনে দার্শনিক ভাবনা। বইটিতে ক্ষুদে ও রূপক গল্পের পাশাপাশি কিছু ছোটো গল্পের সন্নিবেশ। কিছু বক্তব্য প্রচ্ছন্ন অথচ তীক্ষ্ণ। রূপকের আড়ালে জোরালো কিছু বয়ান। স্থান-কাল ছাপিয়ে দিগ্বিদিক কাঁপিয়ে যায় সাহসী সে উচ্চারণ। আহমেদ আল আমীনের লেখায় লোকজ উপমার সযত্ন প্রয়োগও বিশেষভাবে লক্ষণীয়। লেখকের শাণিত পর্যবেক্ষণ ও বুননে সমৃদ্ধ বইয়ের গল্পগুলো পাঠকের দৃষ্টিকে টেনে নেবে চিন্তার গভীর জগতে।
বিডি প্রতিদিন/আল আমীন