বই মেলা শুরু হওয়ার কয়েক দিনের মাথায় ভালোবাসার কবি হিসেবে খ্যাত তানভীর জাহান চৌধুরীর চতুর্থ কাব্যগ্রন্থ ‘একটি বিকেল ধার দিয়েছি’ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। পাঠকের চাহিদা পূরণ করতে ইতিমধ্যে দ্বিতীয় সংস্করণ মেলায় এসেছে।
বেহুলা বাংলা প্রকাশনীর সত্ত্বাধিকারী চন্দন চৌধুরী জানান, গত ১৮ মার্চ থেকে বই মেলা শুরু হয়েছে। বই মেলায় বেহুলা বাংলা স্টলে অন্যান্য বইয়ের সাথে কবি তানভীর জাহান চৌধুরীর ‘একটি বিকেল ধার দিয়েছি’ বইটির প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছে।
বরাবরের মতো এবারও কবি তানভীর জাহান চৌধুরীর চতুর্থ কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব-এষ। মেলায় ইতিমধ্যেই পাঠক মহলে বইটির ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।
বই মেলার পাশাপাশি কবির নিজ জেলার বিভিন্ন লাইব্রেরি থেকেও পাঠক ভক্তরা বইটি ক্রয় করছেন। তিনি জানান, চার দিনের মাথায় বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় সংস্করণ মেলায় এসেছে।
বিডি প্রতিদিন/এমআই