৩১ মার্চ, ২০২১ ১৫:০২

রহমান শেলীর 'তোমার মাঝেই সম্ভাবনা'

নিজস্ব প্রতিবেদক

রহমান শেলীর 'তোমার মাঝেই সম্ভাবনা'

কথায় আছে, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব পাঁচ বছরে কিন্তু সংস্কৃতির উন্নয়ন পাঁচশ বছরেও সম্ভব না। সংস্কৃতি উন্নয়নের জন্য একটু একটু করে এগুতে হয়। তার জন্য একটি মাধ্যম হতে পারে বই। এই বইটি সেরকম বই বলে মনে করছেন লেখক। মোটিভেশনাল এই বইটি বিভিন্ন পয়েন্ট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। 

পয়েন্টগুলো হলো- এক, সম্ভাবনা কাজে লাগাই। দুই, সুন্দর কিছু বিষয় সাজিয়ে নেই। তিন, সবাই বলে এ প্লাস পাও, বলে না কেউ, ভালো মানুষ হও। চার, চলার পথে, জীবন বাঁকে নিজেকে সাজাতে হবে। পাঁচ, বিশ্বাস ও আত্নবিশ্বাস নিয়ে থাকো। ছয়, জীবন-ভেলায় ভুল সংশোধন করা জরুরি। সাত, নিজেকে জেনে নিজেকে তৈরি করো। আট, বুদ্ধিকে শান দাও। নয়, মানুষের মন পড়ে ফেলো। দশ, বাদ দাও, অনুশীলন করো।  এগার, কথা বলার প্রস্ততি। বার, জানা থাকুক আরো কিছু। তের, জয় আসুক, তোমার হাত ধরেই। চৌদ্দ, পঁচা জিনিস কখনো বহন করো না। 

বইটি স্টুডেন্টদের প্রথম তালিকার বই হতে পারে। এই লেখকের বত্রিশটি মৌলিক বই আছে। 

সাড়ে পাঁচ ফর্মার এই বইটি বাজারে এনেছে মাত্রাপ্রকাশ। ২০২১ সালের মেলায় ২৬১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। ২৬৭ টাকা মূল্যের বইটি ২৫% ডিসকাউন্টে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। বইটি রকমারি ডট কমে বা এবংবই ডট কমেও অনলাইনে অর্ডার করা যাবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর