গরমে স্বস্তি পেতে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। পাশাপাশি গরমে কোন রঙের পোশাক বিশেষ উপযোগী তা জানতে হবে। যদিও এ বিষয়ে তেমন মাথা ঘামান না অনেকেই, ফলে বাইরে বের হলে গরমে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। কিছু রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে ও গরমও কম লাগে।
জাপানের জাতীয় পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর গবেষক তোশিয়াকি ইচিনোজ এই বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তার পর্যবেক্ষণ বলছে, সূর্যের উত্তাপে পোশাকের রঙ শরীরের তাপমাত্রা বাড়াতেও পারে, আবার তা কমাতেও পারে।
গবেষণায় তিনি ৯টি ম্যানিকিনে ভিন্ন ভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে সরাসরি রোদে রাখেন নির্দিষ্ট সময়ের জন্য। এসব রঙের মধ্যে ছিল সাদা, কালো, নীল, হলুদ, ধূসর, লাল এবং হালকা ও গাঢ় সবুজ। মাত্র পাঁচ মিনিট পর প্রতিটি রঙের পোশাকের উপরিভাগে জমা হওয়া তাপমাত্রা পরিমাপ করে যেসব তথ্য পাওয়া যায়, তা বেশ চমকপ্রদ।
সবচেয়ে কম তাপ শোষণ করে সাদা রঙের কাপড় এ তথ্য নতুন নয়। কিন্তু অবাক করে হলুদ, ধূসর ও লাল রঙের ফলাফল। এই তিনটি রঙও সাদার পরে তুলনামূলকভাবে কম তাপ ধরে রাখে এবং শরীরকে তুলনামূলক ঠান্ডা রাখে।
সবচেয়ে বেশি তাপ টেনে নেয় কালো রঙ, আর নীল রঙকেও গবেষকরা সতর্কতার তালিকায় রেখেছেন। কারণ এটি আশানুরূপ না হয়ে বেশিরভাগ সময় বেশি তাপ শোষণ করে শরীরকে আরও গরম করে তোলে।
বিশেষ করে রোদে দীর্ঘ সময় বাইরে থাকতে হলে নীল বা কালো রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো। বরং সাদা, হলুদ, ধূসর বা লাল রঙের হালকা ফেব্রিকের পোশাক হতে পারে গরমের দিনে আরামদায়ক ও কার্যকর বেছে নেওয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ