সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়া ও মোনাজাত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার দুপুর দুইটায় বনানীর কবরস্থানে এই শ্রদ্ধা জানানো হয়। এসময় মোনাজাত শেষে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘সৈয়দ আশরাফ একজন অত্যন্ত সৎ, আদর্শবান ও নীতিবান নির্লোভ রাজনীতিবিদ ছিলেন। অনেক বড়-বড় দায়িত্বে থাকার পরেও তাকে কেউ নীতি-আদর্শের বাইরে নিতে পারেনি।’
মেয়র আতিক বলেন, ‘সৈয়দ আশরাফ একজন সৎ ব্যক্তি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তার পিতাও দেশের মানুষের জন্য ত্যাগ-তিতিক্ষা করেছেন। তারা আমাদের অনুপ্রেরণার উৎস।’
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও ওয়ার্ড কাউন্সিলরগণ।
বিডি-প্রতিদিন/শফিক