পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন।
শনিবার বরিশালের সদর উপজেলায় পৃথক পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন সকাল ১০টায় সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে ৫০০ মানুষের মাঝে এবং দুপুর ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের সারসি বাজারে ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এছাড়া বিকেলে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৫৫০ জন অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ হবে বাংলাদেশ। সরকারের লক্ষ্যে পৌঁছাতে ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করার তাগিদ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
এসময় বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই