সরকারের উন্নয়নে বিরোধীতাকারি ও স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্য করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের শত্রু কারা চিহ্নিত করে তাদের রুখতে হবে। নতুবা আমাদের স্বাধীনতা আবারও হুমকির সম্মুখীন হবে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার কোদালিছড়া ওয়াক ওয়ে, গাইড ওয়াল এবং সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ পৌর কাউন্সিলররা।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের রাজমিস্ত্রি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা কাজ করছি। সেই রাজমিস্ত্রিকে সবাই সাহায্য করা দরকার, সমর্থনের দরকার। মুখের মধ্যে থাকলে হবে না, প্রকাশ করতে হবে। মন্ত্রী বলেন, এই জন্য প্রকাশ করতে হবে। কিছু লোক আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না।
বিডি প্রতিদিন/হিমেল