এবছর আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল’ একাধিক ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, গত বছর আম পরিবহনের জন্য একটি ট্রেন চালু করেছিলাম। এবার একাধিক ট্রেন চালু করা হবে।
তিনি আরো জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়ছে। ভারত তাদের রফতানি পণ্যের বেশিরভাগই ট্রেনের মাধ্যমে পরিবহন করতে চায়। আমরা এ বিষয়েও সম্ভাব্যতা যাচাই করছি।
দুইদিনের রাজশাহী সফরে এসে প্রথম দিনেই রেলমন্ত্রী বিকেল সাড়ে তিনটার দিকে বিশেষ ট্রেনে রহনপুর স্টেশনে আসেন।
এসময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিডি প্রতিদিন/এমআই