৫ আগস্ট, ২০২১ ১০:৩১

বিশ্বাসঘাতকতার ইতিহাসের কালিমালিপ্ত অধ্যায় ৭৫’র আগস্ট : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিশ্বাসঘাতকতার ইতিহাসের কালিমালিপ্ত অধ্যায় ৭৫’র আগস্ট : ওবায়দুল কাদের

সাংবাদিকদের ব্রিফিং করছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ১৯৭৫ সালের আগস্ট। 

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকাল একথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শহীদ শেখ কামাল বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী ও লক্ষ কোটি তরুণের দীপ্ত প্রজ্জলিত শিখা।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর