শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি চক্র। শিক্ষার্থীদের করোনার কারণে উপবৃত্তি দেওয়া হবে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে চক্রটি।
এমন প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সকলকে আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
এম এ খায়ের বলেন, প্রতারণার ক্ষেত্রে যে নম্বর ব্যবহার করা হয়েছে সেটি শিক্ষাবোর্ডের কোনো কর্মকর্তার নয়।
বিডি প্রতিদিন/হিমেল