৮ ডিসেম্বর, ২০২১ ১৭:০৬
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

'জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়'

চাঁদপুর প্রতিনিধি

'জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও নয়'

ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয়, তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। সরকার তার বিরুদ্ধেই অবস্থান নিবে। সে যদি দলের বা সরকারের হয় তাকে সেখান থেকে অপসারণ করবে। 

আজ বুধবার দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কেউ কোথাও কোথাও বিভিন্ন আচরণ, বিভিন্ন কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। তারা কেউ কেউ সরকারের সাথে সম্পৃক্ত আছেন। এটি নিশ্চয় দুঃখজনক এবং এটি একদমই কাম্য নয়। 

দীপু মনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। অর্থাৎ জনগণ সরকারের কাছে যা কিছু অগ্রহণযোগ্য আওয়ামী লীগের কাছেও তা অগ্রহণযোগ্য।

মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদসহ আরও অনেকে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর