ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে নতুন ধারা সৃষ্টির এখনই সময়।
রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে বিডি সায়েন্স টেকনলজি ও ম্যাথ ফাউন্ডেশন (স্টেম) আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘আমাদের তরুণরা খুবই মেধাবি’- এ কথা উল্লেখ তিনি আরও বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশের শতকরা ৬৫ ভাগেরও বেশি তরুণ এই জনগোষ্ঠীই হচ্ছে মূল শক্তি।
মন্ত্রী নতুন ধারার ডিজিটাল শিক্ষা পাঠক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষার্থীদের ডিজিটাল ইন্ডাস্ট্রি ও ট্রেডবডির বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্যোগ গ্রহণে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক উপাচার্যবৃন্দ, গবেষক ও অধ্যাপকরা বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২১ বছরের পশ্চাদপদতাসহ পরাজিত শক্তির রেখে যাওয়া উন্নয়ন বিরোধী সকল অপপ্রয়াস অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় শিল্প বিপ্লবে বঙ্গবন্ধুর তৈরি করা ভিত্তির উপর দাঁড়িয়ে মোবাইল, ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি বিকাশে যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন।
ডিজিটাল প্রযুক্তি বিকাশের আন্দোলনের অগ্রনায়ক মোস্তাফা জব্বারএ সময় একথাও জানান, উল্লেখিত ধারাবাহিকতায় গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের সক্ষমতা অর্জন করেছে।
‘আমাদের আর্থ - সামাজিক প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত দুনিয়া যেভাবে দেখছে আমাদেরকে তা সেভাবে দেখলে চলবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বে ডিজিটাল প্রযুক্তি মানুষের স্থলাভিষিক্ত হবে। আমাদের বিশাল জনগোষ্ঠির বিবেচনায় যন্ত্রকে মানুষের স্থলাভিষিক্ত করার ধারণাটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল বাংলাদেশ বিপ্লবের মধ্য দিয়েই আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’
বক্তব্য পর্ব শেষে টেলিযোগাযোগা মন্ত্রী প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানের পরে, মন্ত্রী ঢাকায় আইসিএমএবি‘র ডিজিটাল সিপিডি প্লাটফর্মের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল-প্রযুক্তি বিকাশে যে কোন সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন/আরাফাত