স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভয়ের কোন কারণ নাই, আজকের দিন পরেও প্রথম ডোজ চালু থাকবে, দ্বিতীয় ডোজ চলবে ও বুস্টার ডোজও চলমান থাকবে। আমাদের কাছে যথেষ্ট টিকা মজুত আছে। যত টিকা লাগে আমরা দিতে পারব। কারণ আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকাও আছে।’
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা এ চিন্তাও করছি। আমাদের টিকা যদি অতিরিক্ত হয়ে যায়। তাহলে যে দেশ টিকা পায়নি, সেই দেশকে আমরা টিকা দিয়ে দেব। আজকে এক কোটি টিকা দেওয়ার যে কার্যক্রম চলমান আছে। আমরা ধারণা করছি, এক কোটি বেশি মানুষকে আমরা টিকা দিতে পারব।
এসময় গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক