যারা সাম্প্রদায়িক রাজনীতি করে দেশে তালেবানি শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে অসাম্প্রদায়িকতাকে পুজিঁ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু, একটি মহল এখন দেশকে আবার সাম্প্রদায়িক করার অপচেষ্টা করছে। বিগত দুর্গা পূজায় কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনা তারই প্রমাণ।
শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই দেশকে আবার অসাম্প্রদায়িক করে গড়ে তোলার চেষ্টায় দৃঢ় প্রত্যয়ী।
এ সময় ড. হাছান আয়োজকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বংশনুক্রমিক ভাবে এ দেশে বসবাস করে আসছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সুরক্ষা দেবে।
বিডি-প্রতিদিন/শফিক