‘সেন্টমার্টিন দ্বীপকে রক্ষা করার জন্য সবকিছু করা হবে। প্রকৃতিকে বাঁচিয়ে বিদেশি পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে দ্বীপবাসীর জীবনমান বদলে যাবে। প্রত্যেক উন্নয়নের সাথে স্থানীয়দের কর্মসংস্থান জড়িয়ে আছে। তবে সবচেয়ে কষ্টের বিষয়, প্রবালদ্বীপে প্রকৃতি ধ্বংসের পথে। তাই দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রীর ১৩দফা সুপরিশ বাস্তবায়নে কঠোর নির্দেশনা রয়েছে। সেটা আমরা অক্ষরে অক্ষের পালন করছি।’ শুক্রবার সকালে কক্সবাজারের সেন্টমার্টিনে দ্বীপ ব্যবস্থাপনা ও সমন্বয় কেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি আরও বলেন, ‘আন্তঃমন্ত্রণালয়ে সিদ্ধান্ত, প্রবাল দ্বীপে আর কোনও ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। প্রবাল দ্বীপ আইল্যান্ডে কোনোভাবে পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস করা যাবে না। এখানে বিদেশি পর্যটকদের টানতে ইকো-ট্যুরিজম উন্নয়ন করা হবে। দ্বীপ রক্ষার পাশাপাশি বিদেশিদের টানতে স্থানীয়দের সাথে নিয়ে আরও গুছিয়ে কাজ করা হবে।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপত্বিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে সুপারিশ বাস্তবায়নে অংশীজনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল